যশোর জেলা প্রতিনিধি:-
মো:হাবিবুর রহমান হাবিব
যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স (নম্বর: ঢাকা মেট্রো- ছ-৭১-০৮৬৯) যশোরে মেরামতের জন্য নেয়া হয়েছিল। কাজ শেষে চালক ও দুইজন মিস্ত্রী শনিবার সকালে পরীক্ষার জন্য বের করে। সকাল ১১টায় যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় চালকসহ মিস্ত্রীরা বের হয়ে যান। এরপর আগুনে পুরো অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। এ সময় রাস্তার দুই পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অ্যাম্বুলেন্সটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, মেরামত শেষে অ্যাম্বুলেন্সটি চালিয়ে দেখতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। আর পুলিশ পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। তবে চালক ও দুইজন মিস্ত্রী পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.