স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনকে (৩৩) অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বড় গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় গোপালপুরের ফুলতলা বাজারে অস্ত্রসহ একজন সন্ত্রাসী অবস্থান করছে। এ খবর পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে ইমলাক হোসেন নামে ওই সন্ত্রাসীকে আটক করেন। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১টি ওয়ান শ্যুটারগান ও ৪ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ ১৭টি মামলা রয়েছে। তিনি আরো জানান, কী উদ্দেশ্যে অস্ত্র-গুলিসহ ফুলতলা বাজারে অবস্থান করছিলো এ বিষয়ে ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, আটক ইমলাক হোসেন মালিয়াট গ্রামের মবজেল মোল্লা হত্যা মামলার আসামি। ইমলাক হোসেন নিজেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.