নিজেস্ব সংবাদদাতা : যশোর টু মাগুরা মহাসড়কের রাজাপুর এম কে পাম্পের পাশে রাজাপুর জামতলার হীরা ট্রেডাস এবং ইতি ট্রেডাসে দোকানের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে।
আজ সকালে হীরা ট্রেডাসের মালিক মোঃ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিদিনের মত গতকাল দোকান বন্ধ করে বাসায় যায়। সকালে দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ভাঙা। শাটার উঠায়ে দেখি ভেতরের গ্লাসের দরজাও ভাঙ্গা। ক্যাশে কোন টাকা নেই,২৫-৩০ হাজার টাকার সিগারেট ছিলো এক প্যাকেটও নেই, সিমের রিচার্জ কার্ড ছিলো ৮-১০ হাজার টাকা।
রবিউল ইসলাম বলেন আনুমানিক ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে, ইতি টের্ডাসের মালিক মোঃ বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনিও একই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে।তার আনুমানিক ৩০-৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার দোকানের মোট ১১ টি তালা ভেঙ্গেছে।
স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলে এই এলাকায় এমন ঘটনা প্রতিনিয়ত হয়ে আসছে।
ঐ এলাকার লোকজন বলে প্রায় সময় দোকান চুরি হয়।খোজ খবর নিয়ে দেখা গেছে যশোর টু মাগুরা মহাসড়কের হুদোর-মোড়,রাজাপুর জামতলার মোড়,কোদালিয়ার মোড়ে এই এলাকার মহাসড়কের পাশ দিয়ে কিছুদিন পরপর বিভিন্ন দোকানে ঘটছে বড় বড় চুরির ঘটনা কিন্ত অবাক করার বিষয় এখনও পযন্ত এই দোকান চোরের কেউ ধরা পড়েনি।
স্থানীয়রা আরো জানায়, তারা ধারনা করছে এই চুরির পেছনে একটি নিদিষ্ট দলবল থাকতে পারে যারা প্রায় এই কাজগুলো করছে। তারা প্রশাসনের দিকে তাকিয়ে আছে তাদের বুদ্ধিমত্তা ও আঈনি প্রক্রিয়ায় এই চোরদের আঈনের আওতায় আনলে সাধারণ ব্যবসায়ীরা এত বড় বড় ক্ষতির হাত থেকে রেহাই পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.