সংবাদ শিরোনাম :
যশোরে আমন ধাঁন কাঁটা শুরু করেছে কৃষকেরা

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

সাগর হোসেন,কৃষি প্রতিনিধি,যশোর:
প্রতি বছরের ন্যায় এবারও আমন ধান কাটা শুরু করেছে যশোরের ধান চাষীরা।
এবার প্রচুর বৃষ্টি কারনে ধান খেত ডুবে গেলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকায় ও উন্নত প্রয়ুক্তি ও পরিচর্যা ফলে ধানে ভালো ফলন হয়েছে, পানিতে ডুবে নষ্ট হলেও ফলন ভালো হওয়ায় এবারও বিগত ৩ বছরের মতো ফনল না হলেও কাছাকাছি ফলন আশা করা যায়।