সুলাইমান কবির রাব্বি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে দড়াটানায় যেয়ে শেষ হয়।
আদালত সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী হাজিরা দিতে আসেন।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শেখ আাতিকুর বাবু জানিয়েছেন, সারাদেশে হত্যা-ক্যু, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গায়েবী মামলা দেয়া ছাড়াও সন্ত্রাস নৈরাজ্য চালানো এবং ‘৭২ এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
গত ৫ আগস্টের পর এই প্রথম যশোরে আ.লীগ নেতা-কর্মীদের মিছিল করতে দেখা গেল। তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক কোনো ধরনের মিছিলের কথা জানেন না বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.