যশোরের কপোতাক্ষ লাইন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস। মঙ্গলবার যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে সকল সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গঠন করা হয় নয় সদস্য বিশিষ্ট হাসপাতাল পরিচালনা কমিটি। এতে চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট দেবাশীষ দাস।পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন: অ্যাডভোকেট মো. ইসহাক, অশোক রঞ্জন কাপুরিয়া, এএসএম মহিনুল হক, শফিকুল ইসলাম, মনোয়ার রহিম, কামাল উদ্দিন আহমেদ, সেলিম পারভেজ ও এহতেশাম উদ্দিন আহমেদ।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ২৪/২৫ লায়ন বর্ষের ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যা উৎসবে রুপ নেয়। সভার একটি অংশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সেলিম পারভেজ। ৪০ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোট প্রদান করেন। এতে বিপুল ভোটে অ্যাডভোকেট দেবাশীষ দাস চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে চেয়ারম্যান ও বাকি আটজনকে সদস্য করে ২৫/২৬ লাইন্স বর্ষের হাসপাতাল পরিচালনা কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.