যখন হিট এলার্টে সারাদেশ এবং তীব্র তাপদাহে পুড়ছে বানিজ্যিক রাজধানী

- আপডেট সময় : ০৩:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি :-
রাজধানী বন্দরের নগরী চট্টগ্রাম, তখন জীবিকার তাগিদে অতিষ্ট গরমেও ঘর থেকে বাহির হওয়া সকল রিক্সাচালক,ভ্যানচালক,গরীব,অসহায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিম চট্টগ্রাম শহরের বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে শরবত বিতরন ও জল সেবা কর্মসূচী পালন করে।
অদ্য ২৬ই এপ্রিল ২০২৪ ইং রোজ শুক্রবার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের উপদেষ্টা বাবু অপু দাশের নেতৃত্বে নগরীর ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে গরীব,অসহায়, নিম্নআয়ের লোক ও পথচারীদের মাঝে শরবত ও পানীয়জল সেবা দেওয়া হয়।পয়েন্টগুলো হল- নগরীর আন্দরকিল্লা মোড়,চট্টগ্রাম প্রেস ক্লাব,জামালখান মোড়,কাজির দেউরী, নিউমার্কেট ও কোতোয়ালি।
এসময় তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কীভাবে সুস্থ থাকা যায় সেবিষয়েও পথচারীদের মাঝে বিভিন্নরকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।তীব্র গরমে অতিষ্ট মানুষদের একটু স্বস্তি দেওয়ার লক্ষ্যে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ লেবু,টেস্টি-স্যালাইন,ট্যাংক ও ঠান্ডা জল দিয়ে শরবত বিতরণ করেন।
উক্ত শরবত বিতরন সময়কালে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিমের উপদেষ্টা রুবেল সিংহ জয়,সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর ভারপ্রাপ্ত টিম লিডার ঝোটন নন্দী, সহকারী টিম লিডার প্রভাত মজুমদার।সেইসাথে আরো উপস্থিত ছিল চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ- শুভ চৌধুরী, শান্তনু সেন, প্রিতম তালুকদার, সুমন কান্তি দে, রনি কুমার লৌধ, অনিক দেবনাথ, দীপঙ্কর দাশ,পিয়াল দে,দুর্জয় দে,শুভ দাশ,রুবেল মুহুরী,বৃষ্টি দাশ,অন্তর দে,হারাধন কর্মকার প্রমূখ।
উল্লেখ্য,’সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’ একটি সনাতনী সেবামূলক টিম।যা ২০২৩ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মানুষের স্বার্থে,মানবতার পক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচী পালনের মধ্য দিয়ে সবসময় গরীব,অসহায় ও সাধারন মানুষের পাশে থেকে তাদের কল্যানে কাজ করে যাওয়ার প্রত্যয়ে সবসময় সচেষ্ট থাকে।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সবসময় মানবতার কথা বলে,মানুষের কথা বলে।সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকবৃন্দ নিজেদেরকে মানবিক ও সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখার মাধ্যমে দেশ ও জাতির পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ।সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সবসময় জনহিতকর উদ্যোগ গ্রহন করে জনকল্যাণমূখী কাজ করার চেষ্টা করে।