মৎস্য জীবিদের মাজে বকনা বাছুর বিতরন

- আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধী:-
নিবন্ধনকারী জেলেদের জীবন মান উন্নয়নের লক্ষে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অধীনে দেশীয় প্রজাতির মাছ শামুক উন্নয়ন সংরক্ষন প্রকল্পের আওতায় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র মৎস্য জীবিদের মধ্যে বকনা বাছুর বিতরন করা হয়।
অদ্য ২৩/০৬/২৫ ইং তারিখ সকাল ১১ টার সময়।
আঃ কাইউম উপজেলা নির্বাহী অফিসার,মঠবাড়ীয়া উপজেলা,এর সভাপতিত্বে এবং মোজাম্মেল হক সিঃ মৎস্য কর্মকর্তা মঠবাড়ীয়া উপজেলা এর সার্বিক সহযোগীতায়
আঃ হালিম পুলিশ পরিদর্শক তদন্ত মঠবাড়ীয়া পিরোজপুর এর উপস্তিতিতে।
আঃ কুদ্দুস খান সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি মঠবাড়ীয়াএর সঞ্চালনায় ৩৫ জন জেলেদের মধ্যে ৩৫ টি বকনা বাছুর বিতরন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আঃ কাইউম নিজ হাতে ৪ র্থ ধাপের বকনা বাছুর বিতরন করেন।
এবং উপজপলা নির্বাহী অফিসার আর ও বলেন এই ঘরু সঠিক ভাবে পরিচর্যা করে যাহাতে জেলেদের ভাগ্যের পরিবর্তন করা হয় সেদিকে লক্ষ রাখতে হবে।এবং নদীতে অবৈধ বাধা নেহুন্দী,চড় গড়া জাল দিয়া পোনা মাছ নিধন বন্ধ করতে হবে।