মৌলভীবাজার জেলায় কুরআনে শ্রেষ্ঠ তানিম
মৌলভীবাজার জেলার সেরা হাফেজ হয়েছেন কুলাউড়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ'র দুইজন ছাত্র।
সম্প্রতি জেলাভিত্তিক অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম ও ৫ম স্থান অর্জন করে পুরো জেলাজুড়ে সুনাম অর্জন করেছে কুলাউড়া জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা।
গত শনিবার (২ মার্চ) বড়লেখা উপজেলার সুজানগর আননূর ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ'র ছাত্র আমিনুল ইসলাম তানিম ১ম স্থান ও মাহবুব আহমদ ৫ম স্থান অর্জন করেছেন।
স্থানীয় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার সহস্রাধিক প্রতিযোগি বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।
অনুষ্ঠানে হাকালুকি মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সম্মানা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ মুহাম্মুদ জাকারিয়া কুরআনে হাকিম থেকে তেলাওয়াত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.