নিজেস্ব সংবাদদাতা:-
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ট্রান্সফরমার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে তিনজন শিশু। দুর্ঘটনায় একই পরিবারের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন(বাক প্রতিবন্ধী) ফয়জুর রহমান, ও তার স্ত্রী শিরি বেগম। তাদের ৭ বছর বয়সি একমাত্র ছেলে সায়েম উদ্দিন, নয় বছরের মেয়ে সাবিনা ও ১৫ বছরের আরেক মেয়ে সামিয়া।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.