সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
মো: শিহাব মাহমুদ,বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের বাসিন্দা আবুল হাসেম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১ এর এস আই আসাদুজ্জামান ও এস আই সুমন চন্দ্র সরকার।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আসামী আবুল হাসেমকে জামালপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।




















