স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ সদর উপজেলার সারটিয়া কলেজ পাড়া গ্রামে মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রী হালিমা খাতুন (১৬) আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শাহ আলমের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে ওই স্কুলছাত্রী মোবাইল ফোন কিনে দেয়ার জন্য পরিবারকে একাধিকবার তাগিদ দিচ্ছিল। এ মোবাইল কিনে না দেয়ায় দুইদিন ধরে খাওয়া দাওয়া বাদ দেয় সে। মঙ্গলবার গভীর রাতে ওই স্কুলছাত্রী অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.