মোক্তাদির হোসেন তরুর শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত
- আপডেট সময় : ০৯:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তাদির হোসেন তরুর শুভ জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ব্যক্তিজীবনে সাহসী, আত্মবিশ্বাসী এবং মানবিক গুণাবলির জন্য তরু আগৈলঝাড়া থেকে রাজধানী পর্যন্ত সমানভাবে জনপ্রিয় ও সম্মানিত। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এই তরুণ নেতার পিতা মরহুম কবির হোসেন তালুকদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদালাপী এক মানবিক ব্যক্তিত্ব।
সোমবার এশার নামাজ শেষে আগৈলঝাড়া থানা মসজিদে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সফলতা ও পরিবার-পরিজনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতা মোঃ লোকমান হোসেন খান, যুবদল নেতা আকাশ মাহমুদ, সেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, মোঃ রাছেল হাওলাদার, মোঃ খাইরুল হাওলাদার, আপন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা।
দোয়া মোনাজাতে বক্তারা বলেন, “মোক্তাদির হোসেন তরু রাজনৈতিক সংগ্রাম, মানবিকতা এবং গণমানুষের অধিকার রক্ষায় বরাবরই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমরা তার সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের সফলতা কামনা করি।”
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।




















