মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের সদস্যরা মাদক বিরােধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুন (২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত রোজিনা খাতুন গাংনী উপজেলার চিৎলা গ্রামের খালপাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী।শুক্রবার (৭ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে রোজিনা খাতুনকে মাদকসহ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বেলের মাঠে পাকা রাস্তার উপর র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ রোজিনা খাতুন নামের এক নারী মাদক কারবারীকে আটক করে। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আটককৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.