মেহেরপুরে যুবককে গলাকেটে হত্যা

- আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে আলম হােসেন (৩০) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
নিহত আলম তারানগর গ্রামের আগবত আলীর ছেলে।আজ শনিবার (১০ আগস্ট ) সকাল ৯টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটিদল আলম হােসেনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান,আলম হােসেন প্রতিরাতের ন্যায় শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যেরাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তাকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান,তারানগর গ্রামে আওয়ামী লীগ সমর্থক মাদক ব্যবসায়ী আলম নিজ বাড়িতে চৌকির উপর ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ৬-৭ জনের একটি অস্ত্রধারি দুর্বৃত্তদল তার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয় একাধিক সূত্র জানায়,আলম হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তার লাশ উদ্ধার করে মুজিবনগর থানায় রাখা হয়েছে।মুজিবনগর থানার নবাগত ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,আলম হােসেন এর লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এবং লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।