মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইর হাতে প্রান গেলো শাশুড়ির

- আপডেট সময় : ০৫:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
বগুড়ার আদমদীঘিতে অসুস্থ স্ত্রীকে মারপিট করছিলেন স্বামী রাসেল হোসেন। এ সময় মেয়েকে মারপিটের প্রতিবাদ করায় শাশুড়ি জোবেদাকে ভাত রান্না করা বেরি দিয়ে আঘাত করে রাসেল। এতে শাশুড়ি জোবেদার মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবেদা (৫৮) ওই গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী। অভিযুক্তর নাম রাসেল হোসেন। তিনিও একই গ্রামের সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান, দেড় বছর আগে রাসেলের সঙ্গে সালেহা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তারা সালেহার মায়ের বাড়িতেই থাকতেন। বেশকিছু দিন ধরে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি করায় সালেহাকে মারপিট করতে থাকে রাসেল। এ সময় তার শাশুড়ি জোবেদা মারপিটে বাধা দেয়। এতে মেয়ের জামাই রাসেল তাকে ভাত রান্না করা বেরি গলায় ঢুকিয়ে দেয়। জোবেদার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম বলেন, ‘আমি অসুস্থ থাকায় অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগেই এক নারীকে উত্যক্ত করার ঘটনায় তাকে নিয়ে সালিশ হয়েছিলো। এসব নিয়ে কথা বললেই রাসেল আমাকে নির্যাতন করতেন। রাসেল আমার মাকে হত্যা করে আমাকেও বাঁশের লাঠি দিয়ে মারপিট করেন। সেই সঙ্গে রাসেলের মা জোলেখা বেগমও আমাকে বেধড়ক পিটিয়েছেন।’
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘ঘটনার পরপরই রাসেল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’