মেঘের দেশে।
মোঃ হাবিব
মোঃ সোহেল রানা
বরিশাল জেলা প্রতিনিধি:-
আমার লেখা কেউ পড়েনা
লেখা নিয়ে হয় কানাকানি,
আমার কথা কেউ বলেনা
ব্যস্ত সবাই তাও জানি।
মনের কথা খাতায় লেখি
মন বলেনা একটু থামি,
নাই বা পড়ুক লোকে তবু
আমার মতোই লিখি আমি।
বাগানে ফুল গন্ধ ছড়ায়
অযত্নে ঝরে হাজারো ফুল,
ফুলের কদর ফুল বুঝেনা
নিজেকে চিনতে করে সে ভুল।
তোমাকে বলছি-কবিতাটা
পড় যেওনা ভাই মুচকি হেসে,
নয়তো আমি অভিমান করে
মেঘের নায়ে যাব ভেসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.