মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার যা চলে যায়, তা আর ফিরে আসে না। মৃত্যুর মতোই সময়ও কখনো ফেরার নয়, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সময়কে নষ্ট করা মৃত্যুর চেয়েও মারাত্মক। কারণ সময়ের অপচয় কেবল ব্যক্তির জীবনকে নয়, পুরো পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের গতিকেও ব্যাহত করে।
বর্তমান প্রজন্মের মধ্যে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক তরুণ নিজেদের মূল্যবান সময় মোবাইল, নেশা, অকারণে আড্ডা বা রাজনৈতিক অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে ব্যয় করছে। ফলস্বরূপ তারা শিক্ষার সুযোগ হারাচ্ছে, দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ছে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের সক্ষমতা প্রমাণে অক্ষম হচ্ছে।
তবে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছে, তারা ইতিমধ্যেই শিক্ষা, কর্মক্ষেত্র ও উদ্যোক্তা কার্যক্রমে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। তাদের উদাহরণ প্রমাণ করে, সময়কে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে কেবল ব্যক্তিগত উন্নয়নই নয়, পরিবার ও দেশের উন্নয়নেও অবদান রাখা যায়।
বিশেষজ্ঞরা বলেন, “সময়কে সঠিকভাবে কাজে লাগানোই হলো সফলতার মূল চাবিকাঠি। যারা সময়কে মূল্য দেবে, তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবার যোগ্য হয়ে উঠবে। আর যারা সময়কে অপচয় করবে, তার ক্ষতি শুধুই নিজেই নয়, পুরো সমাজকেও প্রভাবিত করবে।”
অকারণে সময় নষ্ট করা বন্ধ করুন। লেখাপড়া, দক্ষতা অর্জন এবং সৃজনশীল কর্মকাণ্ডে সময় ব্যয় করুন। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো মানেই শুধু নিজের জীবন নয়, পরিবারের উন্নতি ও দেশের সমৃদ্ধির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।
সময়কে সঠিকভাবে কাজে লাগান—এটাই আপনার, আপনার পরিবারের এবং দেশের জন্য সবচেয়ে বড় উপহার। মৃত্যুর চেয়ে মারাত্মক হলো সময় নষ্ট করা।তাই আজ থেকেই সময়কে কাজে লাগানোর জন্য নিজেকে প্রস্তুত করুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.