
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকী উপজেলার নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাতের হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হোটেলের বয় মনির হোসেন (২২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত হোটেলের মালিক মো. সোহেল হাওলাদার জানান, আগুনে তার হোটেলের আসবাবপত্র, রান্নার সরঞ্জাম, খাদ্যসামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার ওপর লাকড়ি শুকাতে রাখার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন চন্দ্র শীল বলেন,
‘ঘুম থেকে উঠে দেখি আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে মোটর ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।’
পার্শ্ববর্তী দোকান সুদীপা মোবাইল জোনের মালিক সমীর চন্দ্র জানান,
‘দরজা খুলেই ধোঁয়া আর আগুন দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাই।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত হোসেন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেন তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার বলেন,
‘কম দামে মানসম্মত খাবারের জন্য হোটেলটি এলাকাজুড়ে বেশ জনপ্রিয় ছিল। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। দুমকীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এত বড় ক্ষতি হতে পারত না।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.