মুজিবনগরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগে সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মোছাঃ জামেনা খাতুন,সদর উপজেলা প্রতিনিধি:-মুজিবনগরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মুজিবনগর উপজেলা প্রশাসন এবং গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অংশগ্রহণে এবং : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর তত্বাবধানে,স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর)সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা,ডক্টর অজয় কান্তি মন্ডল এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (বিসিএসআইআর)সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা,ডক্টর অজয় কান্তি মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি ম্যানেজার বিপুল রেমা, গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর প্রোগ্রাম অফিসার রাসেল শেখ।স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ করে বিজ্ঞানভিত্তিক আবিষ্কারের প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন মুজিবনগর আম্রকানুন মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এবং তৃতীয় স্থান অধিকার করেন বাগান মাধ্যমিক বিদ্যালয়।সেমিনার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।