মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৩৬) নামে এক গৃহবধু নিহত হয়েছেন

- আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বুধবার (২৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আলেয়া বেগম উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামের সুলতান হাজ্বী বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
নিহতের ছোট ভাই জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে আমার বোন রাস্তার পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। মাথায় বেশী আঘাত লাগে। আফরিন মীম নামে উনার একটি মেয়ে রয়েছে। একইদিন বিকলে সাড়ে ৪টায় জানাযা শেষে দাফন করা হয়েছে।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মেজবাউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ওয়ার্ডের আব্দুল মান্নানের স্ত্রী সড়ক দুর্ঘটনা মারা গেছে। শুনে খুব খারাফ লাগছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলঘর এলাকায় গাড়ি ধাক্কায় মারা যাওয়ার বিষয়ে আমরা অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।