নিজেস্ব প্রতিনিধি:
খাবারের জন্য লোকালয়ে ছুটে আসা মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে মীরসরাইয়ের মহামায়া বনে অবমুক্ত করা হয়।
এর আগে সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকা থেকে মায়া (বার্কিং) হরিণটি উদ্ধার করা হয়।
কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান জানান, সকালে খাবারের খোঁজে মায়া হরিণটি লোকালয়ের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে ওই বাড়ির লোকজন আমাদের খবর দিলে পুলিশসহ গিয়ে মায়া হরিণটি উদ্ধার করে নিয়ে আসি। পরে বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার নির্দেশে মায়া হরিণকে মহামায়া ইকো পার্কে অবমুক্ত করা হয়।
এ সময় কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান, মীরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ, কয়লা বিটের বিট কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিরা রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, মায়া (বার্কিং) হরিণটির ওজন আনুমানিক ১০ থেকে ১২ কেজি হবে। এটা খাটো লালচে বাদামি লোম দ্বারা আবৃত। ধারণা করা হচ্ছে, হরিণটি বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.