স্টাফ রিপোর্টার:-
আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৭।
র্যাব-৭-এর সিনিয়র সহকারি পরিচালক নূরল আবছার জানান, ২০১২ সালের অক্টোবরে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিঠানালা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজনকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৫ থেকে ১৭ জনকে আসামি করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় মামলা করেন। ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোক্তার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.