নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি একই সাথে অলরাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান ও অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে খেলেন।
সোমবার (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
মুলত ক্রিকেটওয়ান নামের একটা সংবাদমাধ্যম রিয়াদের অবসর নেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই নেটিজেনরা রিয়াদকে নিয়ে আবেগঘন পোস্ট দেওয়া শুরু করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিয়াদের অবসর নেওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি ক্রিকেটওয়ান রিয়াদের অবসর নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতেও উল্লেখ করা হয়নি কখন কিভাবে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ।
মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালের জুলাই মাসে। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর ছিল সেটি। সফরের ৩য় ওয়ানডে ম্যাচে দেশের হয়ে প্রথম ২২ গজে ব্যাট হাতে তুলে নেন এই কৃতী ক্রিকেটার।
মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট অভিষেক হয় ২০০৯ সালের ৯ জুলাই। আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ১ম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে। অভিষেক টেস্টেই রিয়াদ বিপক্ষ দলের পাঁচজনকে আউট করে কৃতিত্ব দেখান। ফলে তিনি তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট লাভ করেন। তার ওই ক্রীড়া নৈপুণ্যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জয়লাভ করে।
২০১৫ সালের বিশ্বকাপে রিয়াদের পারফম্যান্স চোখ ধাঁধানো। ৯ মার্চ অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ৫ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি অভিষেক সেঞ্চুরি করেন, যা ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.