মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

- আপডেট সময় : ০৭:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে জানাতে বলেছেন উচ্চ আদালত। রোববার (৩০ জুন) এ বিষয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।
আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেল ২ জুন রিট আবেদন করা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গেল ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটি’র ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। সেদিন কয়েকশ কর্মীকে বিমানবন্দরেও পাঠানো হয়। এতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সহায়-সম্পদ বিক্রি করে মালয়েশিয়ার স্বপ্ন দেখা খেটে খাওয়া মানুষেরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।