মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সকল আরোহী নিহত

- আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
মালয়েশিয়ায় মাঝ আকাশে ২টি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় হেলিকপ্টার দুটিতে থাকা ১০ জন আরোহী নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের সামরিক মহড়া চলাকালীন সময় এই দুর্ঘটনা ঘটে।সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুতে শহরের নৌবাহিনীর একটি সামরিক ঘাঁটিতে সামরিক মহড়ার সময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির সংঘর্ষ হলে হেলিকপ্টারগুলো মাটিতে পড়ে যায়। হেলিকপ্টার ২টিতে মোট ১০ জন ক্রু ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই।হেলিকপ্টার ২টির মধ্যে ১টিতে ৭ জন ক্রু ছিলেন। সেটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর অন্যটিতে ৩ জন ক্রু ছিলেন। সংঘর্ষের পর সেটি কাছাকাছি একটি সুইমিং পুলে গিয়ে বিধ্বস্ত হয়। নিহতদের মরদেহগুলো সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে মার্চে প্রশিক্ষণকালে মালয়েশিয়ার আংসা দ্বীপের সাগরে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও ২ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন স্থানীয় জেলেরা।