ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠতে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত ৯দিনের ছুটি শেষে প্রাণচাঞ্চল্যে মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস দেবহাটা বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন ও সাদিয়া অনৈতিক অবস্থায় জনগণের হাতে আটক স্বামীর লোভের কারনে আত্মহত্যার পথ বেচে নিল চট্টগ্রামের মেয়ে আবিদা তাসমিন আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি আব্দুল্লাহ সরদার গ্রেপ্তার রাণীশংকৈলে জাল টাকা সহ আটক ১ রাউজানে শ্যামা সংঘের উদ্যোগে সর্বজনীন কালিপূজা ও ৪৩ তম বার্ষিক মহোৎসব রাণীশংকৈলে বিএনপি ও শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম রাণীশংকৈলে গলা টিপে হত্যা করতে না পেরে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করার চেষ্টা শ্যামনগরে বিএনপি নেতা সোলাইমান কবীরের বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার (১৬ মার্চ) রাতে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৩ বছর বয়স হয়েছিল। মৃত্যুর সময় স্বামী, লেখক মিশেল ফেরাচ্চি এবং মেয়ে মিলা সাভারেসকে রেখে গেছেন এ অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।

এ অভিনেত্রী ১৯৮৯ সালে ডার্ডেন ব্রাদার্সের ‘রোসেটা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামের বেলোইলে জন্মগ্রহণ করেন এমিলি দ্যকেন। মাত্র ১৮ বছর বয়সে ‘রোসেটা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ছিল একজন কিশোরীর গল্প, যিনি মদ্যপ মায়ের সঙ্গে ট্রেলার পার্কে থাকেন। এতে অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এছাড়া ১৯৯৯ সালের উৎসবে পাম ডি’অরও লাভ করে সিনেমাটি।
এমিলি দ্যকেন ক্রিস্টোফ গ্যান্সের কর্মার্শিয়াল সফল সিনেমা ‘ব্রাদারহুড অব দ্য উলফ’ (২০০১) এবং পরবর্তীতে মূলধারার ও স্বাধীন সিনেমার মিশ্রণেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ফিলিপ লিওরেটের ‘দ্য লাইট’ (২০০৪), ২০০৯ সালের নাটক ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’, ক্যাথেরিন ডেনুভ এবং ফ্রাঙ্ক রিচার্ডের ২০১০ সালের ভৌথিক সিনেমা ‘দ্য প্যাক’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

মারা গেলেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য পুরস্কারপ্রাপ্ত বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার (১৬ মার্চ) রাতে ফ্রান্সের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৩ বছর বয়স হয়েছিল। মৃত্যুর সময় স্বামী, লেখক মিশেল ফেরাচ্চি এবং মেয়ে মিলা সাভারেসকে রেখে গেছেন এ অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, প্যারিসের বাইরে একটি হাসপাতালে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমিলি দ্যকেনের। এর আগে ২০২৩ সালে অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা শনাক্তের খবর জানানো হয়েছিল। এটি কিডনির অ্যাড্রিনাল গ্রন্থির ক্যানসার।

এ অভিনেত্রী ১৯৮৯ সালে ডার্ডেন ব্রাদার্সের ‘রোসেটা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।

১৯৮১ সালের ২৯ আগস্ট বেলজিয়ামের বেলোইলে জন্মগ্রহণ করেন এমিলি দ্যকেন। মাত্র ১৮ বছর বয়সে ‘রোসেটা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ছিল একজন কিশোরীর গল্প, যিনি মদ্যপ মায়ের সঙ্গে ট্রেলার পার্কে থাকেন। এতে অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। এছাড়া ১৯৯৯ সালের উৎসবে পাম ডি’অরও লাভ করে সিনেমাটি।
এমিলি দ্যকেন ক্রিস্টোফ গ্যান্সের কর্মার্শিয়াল সফল সিনেমা ‘ব্রাদারহুড অব দ্য উলফ’ (২০০১) এবং পরবর্তীতে মূলধারার ও স্বাধীন সিনেমার মিশ্রণেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ফিলিপ লিওরেটের ‘দ্য লাইট’ (২০০৪), ২০০৯ সালের নাটক ‘দ্য গার্ল অন্য দ্য ট্রেন’, ক্যাথেরিন ডেনুভ এবং ফ্রাঙ্ক রিচার্ডের ২০১০ সালের ভৌথিক সিনেমা ‘দ্য প্যাক’।

এ অভিনেত্রীর অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ‘বেলজিয়ান রোম-কম ‘নট মাই টাইপ’ (২০১৪), রাজনৈতিক নাটক ‘দিস ইজ আওয়ার ল্যান্ড’ (২০১৭), ইমানুয়েল মুরেটের ‘লাভ অ্যাফেয়ার’ (২০২০) এবং লুকাস ধন্টের ‘ক্লোজ’(২০২২)। তার অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি ভাষার ‘সারভাইভ’।