কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করলো রাত্রি বেগম নামে এক এসএসসি পরিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের (ভেন্যু) বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ
হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।পরীক্ষার্থী রাত্রি বেগম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর
ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মোঃ মিলন মিয়ার মেয়ে। আট ভাই-বোনদের মধ্যে ছয় জনের ছোট রাত্রি। সে স্থানীয় লক্ষীপুর দ্বিমুখী উচ্চ
বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার্থী রাত্রির মা দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর বেলায়
নিজ বাড়িতে মারা গেছেন। পরে লাশ বাড়িতে রেখেই এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন রাত্রি বেগম।এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি
নিশ্চিত করেছেন কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র (ভেন্যু)’র সহকারী সচিব বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.