মায়া কখনো নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয়

- আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

মায়া কখনো নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয়———
——-তৌফিকুর রহমান।
মায়া এক আজব যাদুকর এদৃশ্য শক্তিথেকে কেউ রেহাই পায়না! কোথায় থেকে আসে,আবার দু’দিনপর কোথায় চলে যায় তা কেউ জানেনা। এক কঠিন বাস্তবতা।কেউকেউ বলেন,এমায়াজাল চিন্নকরতে পারলে আপনি পার্থিব জিবনে স্বার্থক।আমি বলি জিবনে স্বার্থকতা,পূর্ণতা,সুখ বলতে কিছুনেই সবি এক অদৃশ্য সান্ত্বনার শব্দমাত্র।মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত অনুভূতিগুলোর একটি হলো মায়া। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর অভিমানের অনুরাগের গভীরে মায়া নিজের মতো করে বাসা বাঁধে। মায়া কখনও হাসায়,কখন মানুষকে উন্মাদকরে তুলে কখনও কাঁদায়, আবরো উচ্চস্বরে চিৎকার করে হাসেও।আবার কখনও নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয়। জিবনের যতবার চোখেরজল জল ভিজিয়েছি ততবার নিজের জন্য তবে আত্মার-ক্রন্দনরুলে ভিতরকে চূর্ণবিচূর্ণ করে চোখে এই মায়ার টানই মানুষকে জীবনের সবচেয়ে কাছের অনুভূতির সাথে যুক্ত করে রাখে।আজকাল মানুষের অনুভূতিগুলো ভূতাহয়ে গেছে।