রিয়াজ মিয়া-রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
ঢাকা তেজগাঁও কোনেপাড়া অবস্থিত আরাধনা রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষ অযুক্তি ভাবে সাংবাদিক ও পুলিশের উপর নির্যাতন করেছে।
আজকে দুপুর ০২ ঘটিকায তেজগাঁও, আরাধনা রিহ্যাবে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা। সাংবাদিক রিয়াজ মিয়া জানিয়েছেন, গত ২ দিন পূর্বে একজন কে ঐ রিহ্যাবে রেখে আসেন,এখন তার পরিবারের সদস্য ঐ ব্যক্তি কে নিয়ে আসতে গেলেই উক্ত ঘটনার সূত্রপাত ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে, আরাধনা রিহ্যাবের কর্মকর্তাগণ, পরিকল্পিত ভাবে, সাংবাদিক ও পুলিশের উপর চড়াও হয়ে, অশ্লীল শব্দোচ্চারণে উচ্চ গলায় গায়ের জোর গালাগালি করে, এমন কি ঐ ব্যক্তিকে সহ তার স্বজন দের মারপিট করার জন্য প্রস্তুতি নেয়। বর্তমানে তারা সবাই আরাধনা রিহ্যাবে বয়ে আছেন। তাছাড়া রিহ্যাব আরাধনা কর্মকর্তাগণ, রিতিমত প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং বয় দেখায় যে তাদের কে রিহ্যাব সেন্টার এর ভিতরে ভরে রাখবে। এ বিষয়ে তেজগাঁও থানায়, জরুরি ভিত্তিতে আরাধনা রিহ্যাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হোক।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এ ধরনের রিযহ্যাবের আচরণ কখনো এমন হতে পারে না যে মানুষ সহ তা পেতে গিয়ে বিব্রত কর সৃষ্টিতে পড়বে। কেমন আচরণ বিধি নিয়ে যারা চলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
রিহ্যাব হলো মানুষ ঘোড়ার কারিগর। আর সেই প্রতিষ্ঠানের মানুষ যদি মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলে তাহলে আমরা কোথায় নিশ্চিত হব যে রিহ্যাব একটি সামাজিক শান্তি রক্ষার প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.