মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪
নিজস্ব প্রতিবেদক :
আজ সকাল দশটায় তাই মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মইনুল হোসেন-থানা শিক্ষা অফিসার ডেমরা, ঢাকা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব সুরাইয়া ইসলাম-ইন্সপেক্টর ডেমরা, ঢাকা। জনাব জাকিয়া সুলতানা-সহকারী থানা শিক্ষা অফিসার।জনাব সাফিয়া বেগম -সরকারি থানা শিক্ষা অফিসার। নাহিদা বেগম -শহকারী থানা শিক্ষা অফিসার,ডেমরা, ঢাকা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আলপনা মিত্র, প্রধান শিক্ষক -মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিশেষ আকর্ষণ ও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহাসম্পাদক এবং দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি কোমলমতি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেনঃ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা করতে হবে। নেতৃত্ব তোমাদের নিতে হবে। মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে খেলাধুলা করলে মানসিক বিকাশ হয় এবং শারীরিক উন্নতির বিকাশ ঘটে।
তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই বাংলাদেশের নেতৃত্ব একদিন তোমাদেরকেই নিতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.