মোঃ মোবারক হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি:-
অভিযান টি পরিচালনা করেন এস আই সাইফুর রহমান ভূঁইয়া আটক করা হয় হৃদয় খাঁন ২২ পিতা: আনোয়ার হোসেন মাতা: পারুল বেগম সাং বকজুরী ওয়ার্ড নং ৪ এলাকাস্হ পটলবিল চিতাখোলা শশ্মানের পূর্ব পাশ হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৪( চার )মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-(দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়।
হৃদয় খাঁন (২২), পিতা-আনোয়ার হোসেন, মাতা- পারুল বেগম সাং বকজুরী , ওয়ার্ড নং ০৪, মানিকগঞ্জ পৌরসভা থানা ও জেলা মানিকগঞ্জকে বকজুরী এলাকাস্হ পটলবিল চিতাখোলা শশ্মানের পূর্ব পাশ হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল কোর্টে দন্ডিত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.