মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালন
দৌলতপুর উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দৌলতপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ , দৌলতপুর থানা, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয় ।বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সবার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা ৭ মার্চের ভাষণের এ দেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল। এর মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে, তাদের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সালাউদ্দিন মাহমুদ জাহিদ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রাজা,বীর মুক্তিযোদ্ধাগণ,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.