মানিকগঞ্জে ৩০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেফতার, একজন পলাতক

- আপডেট সময় : ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ৩০ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও দীর্ঘ মনিটরিংয়ের পর গত সোমবার (১৫ জুলাই) সিংগাইর উপজেলার জাগীর নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মো. সেলিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। তাকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিনে জয়মন্টপ বেপারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ আরিফ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে রায়দক্ষিণ পূর্বপাড়া গ্রামে আরও এক অভিযানে ২০ লিটার চোলাইমদসহ আমিনুর খান (৩২) কে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে সাতটি অভিযানে মোট ৩০ লিটার চোলাইমদ ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনটি পৃথক মামলা (নং-১৭, ১৮ ও ১৯; তারিখ- ১৫/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।