মো: মোবারক হোসেন:- আহত নাজমিন আক্তার বলেন, দুপুরের দিকে হাসপাতালের নিজ কক্ষে বসে আমি স্টাফদের সঙ্গে কথা বলতেছিলাম।
তখন ৩০ থেকে ৪০ জন লোক (মুখোশধারী) এসে আমাকে কিল-ঘুষি দেয় এবং রড দিয়ে মারতে মারতে টেনে-হিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে আসে। পরে পুলিশ ও সেনাবাহিনী আমাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নিতাই কুমার বলেন, আমি রুমে বসে অফিসিয়াল কাজ করছিলাম। এ সময় মুখোশধারী একদল যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে কিল-ঘুষি মারতে থাকে। আমি কোনো রকমে জীবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মো: মোবারক হোসেন: মানিকগঞ্জে হাসপাতালে মুখোশধারীদের অতর্কিত হামলা
নিতাই কুমার বলেন, আমি রুমে বসে অফিসিয়াল কাজ করছিলাম। এ সময় মুখোশধারী একদল যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে কিল-ঘুষি মারতে থাকে। আমি কোনো রকমে জীবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি।
জেলা প্রশাসক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও আর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও হাসপাতাল এলাকায় পুলিশ ও আর্মির টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।গ কর্মকর্তাদের মারধর
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হিজুলী এলাকার ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.