মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১১-০২-২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটে ৯৯৯ নম্বর এবং স্থানীয় মোবাইল নাম্বার (০১৭৭২৬৭২০৪৫) হতে মানিকগঞ্জ সদর ফায়ার স্টেশনে খবর আসে যে, সেলফি গাড়ি (চট্ট মেট্টো ব-১১-০৬০৭) ও একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো ট-১১-২৮৬৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই মানিকগঞ্জ সদর ফায়ার স্টেশনের তৃতীয় কল ডিমাক্স গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি চালনা করেন ড্রাইভার মো: পলাশ মোল্লা। সিনিয়র স্টেশন অফিসার জনাব মো: জহিরুল ইসলাম (পিএফএম) এর দিকনির্দেশনা ও নেতৃত্বে চৌকস ফায়ার ফাইটার মো: ওমর ফারুক দুর্ঘটনায় আটকে পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ, ট্রাফিক পুলিশ কর্মকর্তাসহ সকলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই দ্রুত পদক্ষেপ ও সফল উদ্ধার অভিযানের প্রশংসা করেন। এতে ফায়ার সার্ভিসের সুনাম আরও বৃদ্ধি পায়।
এ ধরনের মানবিক সাড়া ও ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসী পদক্ষেপই প্রমাণ করে ফায়ার সার্ভিস শুধু উদ্ধারকাজ নয়, মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রেও অগ্রগামী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.