মাধবপুরে বালুবোঝাই ট্রাক্টর চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

- আপডেট সময় : ০২:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:দৈনিক বাংলাদেশের চিত্র।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-মাধবপুর সড়কে রাজনগর নামক স্থানে বালুবুঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী নিহত হয়েছেন। তিনি মাধবপুরের সমজদিপুর গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার মনতলা মাধবপুর সড়কে রাজনগর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াকুব আলী মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রাক্টরটি রাজনগর নামক স্থানে এলে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ রাস্তায় ছোট-বড় দুর্ঘটনায় প্রায়শই হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারণ জানতে চাইলে এ পথে নিয়মিত যাতায়াতকারী জলিল মিয়া বলেন, “রাস্তাটি সংস্কারের পর থেকে অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বেড়ে গেছে। এই লাইনে ট্রাক্টর, সিএনজির ও টমটম চালকদের কারো ড্রাইভিং লাইসেন্স নাই। চালকেরা জানেনই না সড়কে কিছু নিয়ম নীতি যানবাহন চালাতে হয়।”
মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খাঁন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”