নিজেস্ব প্রতিনিধি :
শিক্ষা সফরে যাওয়ার পথে বাসের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন, আর শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা মদপান করছেন। এতে পুরো মাদারীপুরজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরে যাবার সময় এমন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে একটি স্কুল থেকে বাসে করে শিক্ষা সফরে যাওয়া পথে শিক্ষক-শিক্ষার্থীদের মদপানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের থেকে শিক্ষা সফরে নারায়ণগঞ্জের সোনারগাঁও বাসযোগে যান ১৬ জন শিক্ষক ও ৪১ জন শিক্ষার্থী। অভিভাবকদের সঙ্গে নেয়ার কথা থাকলেও নেয়া হয়নি কাউকেই। যাবার পথে দেশি ও বিদেশি কয়েকটি মদের বোতল থেকে মদপান করতে করতে রওয়ানা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন এমন ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে তা ফেসবুক ও টিকটকে ছেড়ে দেয়া হয়। এরইমধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপানের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে পুরো জেলাজুড়ে বইছে সমলোচনা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.