মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ চারাগাছ বিতরণ

- আপডেট সময় : ০৭:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ
জামালপুর প্রতিনিধি:-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ পর্যন্ত মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ-বণজ চারাগাছ বিতরণ করা হয়। জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর অনুপ্রেরণায় ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রী কলেজ, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এস এম সিনিয়র মাদ্রাসা সহ মোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি করে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, এস আই জিন্নত আলী জিন্নাহ সহ স্ব স্ব ইউনিয়ন এবং পৌরসভার বিট অফিসারগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।