মোঃ মিলন মিয়া,স্টাফ রিপোর্টার:-জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাজিতের পাড়া নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয় । মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে এবং জনতার হাতে আটক ১ জন কে পুলিশে সোর্পদ করে।
জানা গেছে চোর চক্রের সদস্যরা চুরি করতে এসে জনতা ধাওয়া করলে জলিল(৪০) নামে একজন কে আটক করে। পিকআপসহ পালাতে গিয়ে পলিশা ব্রীজের পাশেই সকালে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে সে জামালপুর সদর থানার পশ্চিম নাসিরপুর এলাকার মৃত জায়েদ এর ছেলে শাহীন আলম (৪৩)। নিহতের সহযোগী আটককৃত জলিল (৪০) জামালপুর সদর থানার শরিফপুর ডাকপাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে।
মৃত শাহীন আলমের চাচাতো ভাই মিজান জানান সে আগে থেকেই চোর চক্রের সাথে জড়িত ছিল, মানুষজন মারধোড় করবে যার কারণে এলাকায় থাকতো না। পরে তাকে ভালো করার স্বার্থে বাড়ীতে রাখলাম পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতো। হঠাৎ ফেসবুকে দেখি তার লাশের ছবি ঠিকানা নিশ্চিত হওয়ার পর থানায় আসি।
জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সাইদুর রহমান সাঈদ জানান মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু চোর শাহীনের লাশ উদ্ধার করে এবং জামালপুর সদর থানায় ১০ টি ও সরিষাবাড়ি থানায় ১ টি চুরি ও হত্যাসহ মোট ১১ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। একটি পিক-আপ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শাহীন আলমের সহযোগী জলিল (৪০) কে জনতা পুলিশের কাছে সোর্পদ করে তার বিরুদ্ধে জামালপুর-শেরপুর চুরি ও হত্যাসহ ৭ টি মামলা রয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করবে, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আটককৃত জলিল কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.