শাকিল আহমেদ,জামালপুর জেলা প্রতিনিধি:-
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের সামনে ফানুস উড়িয়ে শুভ উদ্বোধন করেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। পরে উপজেলা চত্বরে র্যালী শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এসিল্যান্ড সায়েদা খানম লিজা'র সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার,প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে এম শহিদুল্লাহ প্রমূখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক/ শিক্ষার্থীবৃন্দসহ ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.