শাকিল আহমেদ,জামালপুর প্রতিনিধি:-জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী বাজারে শহীদ মিনারের পাশে রিফাত তালুকদার মার্কেট এর দ্বিতীয়তলা বিলাসী শপিং সেন্টার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় আনুমানিক রাত ১২:৩০ মিনিটে এ অগ্নিকান্ড শুরু হয়। মার্কেটের আসেপাশে সবাই অগ্নিকান্ড দেখামাত্রই নিকটস্থ মাদারগঞ্জ ফায়ায় সার্ভিস টিমকে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি টিম পৌঁছানোর মাত্রই আগুন নিভানোর কাজ শুরু করে। আগুন নিভাতে আনুমানিক ভোর ৫টায় পর্যন্ত সময় লাগে। দোকানের মালিক সমিতির স্বপন মিয়া জানান আগুনে প্রায় দুই থেকে তিন কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়েগেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানটি ছিল তার একমাত্র জীবীকার উৎস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.