নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে।
জানা যায়, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে। পরে সেখান থেকে সাপটি বাড়িতে নিয়ে আসে। এসময় সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।
স্বরুপপুর ইউনিয়নের বিপুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. খেদের আলী বলেন, আমরা জানতে পেরেছি, আমাদের গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন নদীতে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরেছে। সাপটি খুবই বিষধর। সে সাহস করে এই সাপটি যন্ত্র সহকারে বাড়িতে নিয়ে এসেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পেরেছি বিষধর এই সাপটি জীবিত উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে দিতে পারলে পুরস্কার দিচ্ছে। এজন্য কৃষক পুরস্কার পাওয়ার আশায় সাপটি বাড়িতে নিয়ে এসেছে। বন বিভাগের কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।
জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল। সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। পরে খুলনা থেকে আমাদের একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.