স্টাফ রিপোর্টার:-
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিনন্দী গ্রামে এক ভয়াবহ ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটেছে। কিশোর কুমার রায়ের মধু ঠাকুরের বাড়িতে গতকাল রাতে ডাকাত দল হামলা চালায়।
জানা যায়, ডাকাতরা ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে এবং কিশোর কুমার রায়ের সহধর্মিণীকে শারীরিকভাবে নির্যাতন ও গণধর্ষণ করে। পরবর্তীতে স্বামী ও স্ত্রী উভয়কেই মারাত্মকভাবে আঘাত করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।
সকালে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত বিচার ও সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.