সাতক্ষীরা প্রতিনিধি:-মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ২:৫০ ঘটিকায় শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। জানাযার নামাজে ইমামতি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন।পরে একই স্থানে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে আরো একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র অধিকার ও যুব পরিষদ সাতক্ষীরার সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তব্য প্রদান করেন,, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সুহাইল মাহদীন সাদী ও যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি। এ সময় আরাফাত হোসেন বলেন,খুব শীঘ্রই বিচার নিষ্পত্তি করে ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়া স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করার জন্য উদ্যক্ত আহ্বান জানায়।
নিউজের ভিডিও আপডেট হচ্ছে
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.