ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২২ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫ মিনিটে (২৩:০৫) গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর ও সামান্তা বিওপির সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাটক্ষেতের আইলের পাশে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ০১টি ইউএসএ উৎপাদিত বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড ৭.০৫ কেএফ গুলি।
উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.