মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা,চুয়াডাঙ্গা: মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযান ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে ভারতীয় গাঁজা, মদ ও একাধিক বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে।
মাদকসহ আটক:
গত ২৪ জুন রাত ৯টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির হরিহরনগর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ কাসেদ আলী (২৫), পিতা- মোঃ কামাল হোসেন, গ্রাম- হরিহরনগর, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা কে আটক করা হয়।
আসামীবিহীন মাদক উদ্ধার:
২৫ জুন রাত ১টার দিকে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কলাবাগান থেকে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
অবৈধ অনুপ্রবেশে আটক:
একই দিন সকাল ৭টা ২০ মিনিটে খোসালপুর বিওপি’র মাইলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশী নাগরিক (১ পুরুষ, ১ নারী ও ৩ শিশু) আটক করা হয়। আটককৃত পুরুষ: সুশীল চন্দ্র দাস (৩৩), গ্রাম- আন্দিরপাড়, থানা- মনপুরা, জেলা- ভোলা।
একই সময় পলিয়ানপুর বিওপির এলাকায় নিয়মিত টহলের সময় ২ নারীকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন: ১। দেলোয়ার প্রধান (৬৫), পিতা-মৃত নবাব আলী প্রধান, গ্রাম- ছোটকলোনী, থানা- শার্শা, জেলা- যশোর
২। সমীর মন্ডল (৪০), পিতা- অধীর কুমার মন্ডল, গ্রাম- পাঁচকাটিয়া, থানা- মনিরামপুর, জেলা- যশোর
৩। মোঃ মোস্তফা হোসেন (২৪), পিতা- মোঃ বদিয়ার রহমান, গ্রাম- দহিতলা, থানা- যশোর সদর, জেলা- যশোর
৪। ১ জন নারী (পরিচয় গোপন রাখা হয়েছে)
দালালসহ নারী আটক:
২৫ জুন দুপুর ১২টার দিকে কুসুমপুর গ্রামের স্বরুপপুর স্কুলের সামনে থেকে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে ১ জন নারী এবং তাকে সহায়তাকারী দালাল আহম্মেদ (৩৩), পিতা- আব্দুল মজিদ, গ্রাম- ধান্যখোলা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা’কে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.