সংবাদ শিরোনাম :
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ১০:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ মুনাইম হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
১। অদ্য ০১ জুন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৬৯/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ জহির এর আম বাগানের মধ্যে হতে হাবিলদার নাসির উদ্দীন হাওলাদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২। অদ্য ০১ জুন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১৫৮-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমন কালে ০১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।