মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)কর্তৃক আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

- আপডেট সময় : ০১:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:-
অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬০/১০৭ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলাম (৪৩), পিতা-মোঃ শের আলী মন্ডল, গ্রাম-সেজিয়া আমিন নগর, ডাকঘর-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে ভারতীয় ০২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করতঃ সোপর্দ করা হয়েছে।
২। অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০২১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মোঃ ইউসুফ মন্ডলের পুকুরের পশ্চিম পার্শ্বে হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ হাফিজুর রহমান (৩০), পিতা-মোঃ হান্নান মন্ডল, গ্রাম-মাটিলা, ডাকঘর-জলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে ০২ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করতঃ সোপর্দ করা হয়েছে।
৩। অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০৩৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ সেন্টু মিয়ার পান ক্ষেতের মধ্যে হতে নায়েক শ্রী সুশান্ত কুমার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
81 অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের তামাক ক্ষেতের মধ্যে হতে নম্বর-৫০০২৩ হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৫। গত ১৯ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্যামকুড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬০/১০৭-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মসজিদের সামনে কাচা রাস্তার উপর হতে নম্বর-৬১৫৯৯ হাবিলদার মোঃ শাহানুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা পরিচালনা করে মানবপাচারে সহায়তাকারী দালাল মোঃ মাসুদ রানা (২২), পিতা-মোঃ আব্দুস সবুর, গ্রাম-বাঘাডাংগা, ডাকঘর-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে ইজিবাইকসহ ০৩ জন (নারী) ধুর আটক করা হয়। আটককৃত ইজিবাইকসহ সহায়তাকারী দালাল এবং ধুরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করতঃ সোপর্দ করা হয়েছে।
৬। অদ্য ২০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০৯৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬০/১০৫-আর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ক্লাবের মোড় হতে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৪ জন (নারী) ধুর আটক করা হয়। আটককৃত ধুরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
৭।২০ এপ্রিল মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মোঃ ইউসুফ মন্ডলের পুকুরের পশ্চিম পার্শ্বে হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০২ জন (মোঃ ইমরান হাওলাদার (২২) পিতা- মোঃ সুলতান হাওলাদার গ্রাম-রাজাপুর ডাকঘর-শরণখোলা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট এবং শিশু-০১ জন) ধুর আটক করা হয়। আটককৃত ধুরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।