মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় এক গৃহস্থের বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী অনিক কুমার বিশ্বাস (২৯) জানান, গত মঙ্গলবার (১১ জুন) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে অসাবধানতাবশত বাড়ির ছাদের দরজাটি খোলা থেকে যায়। এই সুযোগে রাত আনুমানিক ১০টা থেকে পরদিন ভোর ৫টার মধ্যে চোরেরা ছাদের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে।অনিক কুমার বিশ্বাসের দাবি, চোরেরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার—যার মধ্যে ছিল দুটি চেইন (এক ভরি সাত আনা), একটি লকেট (দুই আনা), দুটি আংটি (সাত আনা)—চুরি করে নেয়। এছাড়াও, ঘর থেকে তিনটি মোবাইল সেট—রেডমি নোট ৭, স্যামসাং জে-২ এবং টেকনো ব্র্যান্ডের একটি সেট, সঙ্গে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ চল্লিশ হাজার টাকা।চুরির ঘটনা সম্পর্কে তিনি বলেন, "রাতের অন্ধকারে যে বা যারা এমন দুঃসাহসিক কাজ করেছে, তাদের সঠিক শনাক্ত করতে পারিনি। তবে এলাকার অনেকেই বিষয়টি জানেন। নিজেরাই অনেক খোঁজখবর করে কিছু না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দিতে বাধ্য হই।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত শুরু করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা জানান, মহেশপুর এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। রাতের বেলা টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.